লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় স্পিড ব্রেকারে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে চালক নিহত হয়েছে।

আজ বুধবার (২ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে পুটিবিলার নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ জকরিয়া আলম মিন্টু (৩২)। সে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুরা বইন্যা পাড়ার সরওয়ার গাজীর পুত্র। স্থানীয় পুটিবিলা ইউপি সদস্য মোহাম্মদ খানে আলম জানান, জকরিয়া ও তাঁর বাবা কেয়াজু পাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় পানের হাচি নিয়ে আমিরাদের উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে দরবেশ হাট-কেয়াজু পাড়া সড়কের পুটিবিলা নতুন বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে গাড়িটি তাঁর শরীরের ওপর চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিকশাতে থাকা তার বাবা বেঁচে যান। বর্তমানে তিনি একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।