বঙ্গবন্ধুর ভাস্কর্য ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকি দানকারী মামুনুল হক গংদের প্রতিহত করার দাবিতে চট্টগ্রামের পেশাজীবী সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর বুধবার বেলা দুইটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ।
এতে দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারীদের প্রতিহতের লক্ষ্যে সর্ব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর সভাপতি প্রফেসর ডঃ একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী , সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। খবর বিজ্ঞপ্তির ।