নানা কর্মসূচিতে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন পালন

যুবলীগ
‘চট্টগ্রামের পক্ষে দৃঢ়তা নিয়ে কথা বলার মানুষের অভাব। যা এখন চট্টগ্রামবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে।
চট্টগ্রামের ন্যায্য দাবীর বিষয়ে কথা বলতেন মহিউদ্দিন চৌধুরী। তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। ’

মঙ্গলবার (১ ডিসেম্বর) নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জন্মদিনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতারা।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি। নগরের অনেক সমস্যা নিরসনে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম কায়সার, আব্দুল আউয়াল, শেখ নাছির আহমেদ, ওয়াহিদ হাসান, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, সাজ্জাদ আলী খান বাহাদুর, হোসেন সরওয়ার্দী, আশরাফুল গনি, বখতেয়ার ফারুক, এস এম আব্বাস উদ্দিন, দেলোয়ার হোসেন সুমন, রাজিবুল হাসান রাজন, নাজমুল হাসান রুমি, আনিসুর রহমান মামুন, আমিনুল ইসলাম আজাদ প্রমুখ।

এরআগে মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত ও প্রয়াত নেতার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন যুবলীগের নেতারা।

ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানান ছাত্রলীগের এই দুটি শাখার নেতাকর্মীরা।

শ্রদ্ধা জানানোর সময় চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মিনহাজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল, সাবেক ক্রীড়া-সম্পাদক মাহফুজুর রহমান, সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন, গোলাম মোস্তফা সুমন, সৈকত দত্ত, সাদ্দাম হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুনির ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খন্দকার নাঈমুল আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, সোহেল রানা, জাহিদ হাসান সাইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, মিনারুল হক, ইমাম হোসেন, অর্ণব দেব, সাইফুল ইসলাম রাজ, রিয়াজুল ইসলাম শান্ত, জুবায়ের রাব্বি, আকাশ রহমান, জামসেদ উদ্দিন, আরাফাত জয়, সাইফুর রহমান হানিফ, কবিরুল আজম, কায়েস মাহমুদ, আসাদ মো. শহিদ, রবিউল ইসলাম, এসএম রোমান, শহিদুল ইসলাম, আজিজুল হাকিম মাসুক, রাজেশ বড়ুয়া, মুস্তফা আমান, সাখাওয়াত হোসেন, ইয়াসিন আরাফাত রিকু, সায়েদ আল জাবের, গোবিন্দ দত্ত, আবু তোরাব, শেখ ফাহিম, রিফাত, হায়দার আলি, মেহেরাব সিদ্দিক পাভেল, মনিরুল আলম, ইরফান আলম, জিসান, জাবেদ ইকবাল, শুভ দাশ, হামিম রাফসান, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ফারদিন ফারহান, ফাহিম।