রাউজানে ইটের ভাটার ৫০ হাজার টাকা জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ইটের ভাটায় পোড়ানো হচ্ছে জালানী কাঠ, ইট তৈয়ারীর কাজে ব্যবহার করা হচ্ছে পাহাড় কাটা, কৃষি জমির খনন করা মাটি মেলুয়া ইটের ভাটায় জালানী কাঠ পোড়ানোর অপরাধে একটি ইটের ভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । গতকাল ১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেলুয়ায় এম, বি ডাব্লিউ ইটের ভাটায় জালানী কাঠ পোড়ানের অপরাধে ইটের ভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । ইটের ভাটায় স্তুপ করে রাখা জালানী কাঠ জব্দ¦ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ । রাউজান উপজেলার পাহাড়ী এলাকা হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বাবনপুর, বৃকবানপুর, ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, কলমপতি, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের জঙ্গল রাউজান, পুর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, এলাকায় অর্ধ শতধিক ইটের ভাটা গড়ে উঠেছে । এসব ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে ব্যবহৃত হচ্ছে খনন করা কৃষি জমির মাটি, পাহাড় ও টিলা কাটা মাটি। ইটের ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে জালানী কাঠ । ইটের ভাটায় প্রতিদিন রাউজানের পাহাড়ী এলাকা, ফটিকছড়ি, হাটহাজারীর পাহাড়ী এলাকার বৃক্ষ নিধন করে জীপ ও ট্রাক যোগে সড়কপথে ইটের ভাটা গুলোতে আনা হচ্ছে । এছাড়া ও সীতাকুন্ড মীরের শ^রাইয়ের উপকুলীয় এলাকা ও পাহাড়ী এলাকার বৃক্ষ নিধন করে ট্রাক যোগে রাউজানের ইটের ভাটায় আনা হচ্ছে । ইটের ভাটাগুলোতে ইটে তৈয়ারীর কাজে কৃষি জমির মাটি ও পাহাড় কাটা মাটি ব্যবহার করায় বিপুল পরিমান কৃষি জমি জলাশয় ও পুকুরের মতো রুপ নিয়েছে । এছাড়া কৃষি জমি গভীর ভাবে খনন করে মাটি নিয়ে যাওয়ায় কৃষি জমির টপ সয়েল হারিয়ে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে । ইটের ভাটা গুলোতে জালানী কাঠ দিয়ে ইট পোড়ানের ফলে ইটের ভাটার বিষাক্ত গ্যাস বের হয়ে এলাকার বাসিন্দ্বাদের মধ্যে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হচ্ছে, সব্জি, তরিতরকারী ফসল উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, জালানী কাঠ দিয়ে ইটের ভাটায় ইট পোড়ানো নিষ্দ্বি । ইটের ভাটায় জালানী কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে মেলুয়ায় মদিনা ব্রীক ওয়ার্কস কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । ইটের ভাটায় স্তুপ করা জালানী কাঠ জব্দ¦ করা হয়েছে । এ অভিযান আরো চলবে । ইটের ভাটায় জালানী কাঠ দিয়ে ইট পোড়ানো প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের আওতাধিন রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আবদুর রশিদেকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ইটের ভাটায় অভিযান চালানো হবে ।