হাটহাজারীতে শরীফ হত্যা: খুনি আটক!

 হাটহাজারীতে মো.রাকিব(১৯) নামের হত্যা মাসলার এক আসামীকে আটক করেছে পুলিশ। রবিবার(২৯ নভেম্বর)বিকালের দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাত অানুমানানিক আটটার দিকে উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নস্থ দক্ষিন কুয়াইশ ৮ নং ওয়ার্ডের গোল আমগাছ তল এলাকার পরিত্যক্ত ডোবা থেকে চান্দগাও থানাধীন গোলাপের দোকান এলাকার সোনা পিতার বাড়ীর নুর নবীর ছেলে সিএনজি চালক মো.শরীফের এর ঘাড়ে, পিঠে, বুকে জখমপ্রাপ্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জাব্বারুল ইসলাম মামলার মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীদের আটক করতে অভিযান শুরু করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ওই হত্যা মামলার প্রধান আসামী নগরীর চান্দগাঁও থানার পাঠান পাড়ার গণি কোম্পানীর বাড়ীর মৃত নাছিরের সন্তান বর্তমানে হাটহাজারী উপজেলার দক্ষিন কুয়াইশের গোল আমগাছতল এলাকার বাসিন্দা রাকিব কে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনি রাকিব পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে ভিকটিম শরীফ’কে ছুরিকাঘাতে হত্যা করে উল্লেখিত স্থানের কচুরিপানাডোবায় কচুরিপানার মধ্যে লাশ ফেলে দেয বলে স্বীকার করেছে। অাটকের সত্যতা স্বীকার করে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাংবাদিকদের জানান, ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার জন্য আগামীকাল সোমবার ৩০ নভেম্বর আটককৃত আসামী খুনি রাকিব কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।