রাউজানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

রাউজানে স্বাস্থ্য সহকারীদের ২য় দিনের কর্মবিরতি স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের মতো বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রামের রাউজান উপজেলা শাখা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে। আজ রোববার সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় মাঠে অনুষ্ঠিত কর্ম বিরতি শেষে এক সমাবেশ করেন তাঁরা। নিয়োগ বিধি পরিবর্তন, গ্রেড পরিবর্তন, এবং টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের ১৪ উপজেলায়ও টিকাদান কার্যক্রম সহ সকল ধরনের কাজ থেকে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক কর্মবিরতি সহ অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের ১৪ উপজেলা রাউজান, রাংগুনিয়া, হাটহাজারি, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই, সন্দীপ, বোয়ালখালী, পটিয়া, বাশঁখালি,আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া সহ সকল উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলছে। চট্টগ্রাম জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সভাপতি মোঃ মহিউদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দীন স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ কথা জানান তাঁরা। গতকাল শনিবারও কর্ম বিরতি পালন করে প্রত্যেক উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী। রাউজানে রোববারের কর্মবিরতি ও সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজান উদ্দিন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য মোহাম্মদ হুমায়ূন রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ সাহাব উদ্দীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন ১৯৯৮ সালে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিলেও এতদিনেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের পেছনের গ্রেডে যারা ছিলনা, তারাও এখন আমাদের চেয়ে এগিয়ে। অথচ করোনাকালীন সময়েও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতি অব্যাহত থাকবে।