সর্গীয়া মা অঞ্জনা মহাজনকে উৎসর্গ করে পিজিতের “মায়ের ডায়েরী”

মা হারানোর গল্প নিয়ে পিজিত মহাজনের গানচিত্র ‘মায়ের ডায়েরী। এই প্রজন্মের তরুন কন্ঠ শিল্পী পিজিত মহাজন,কাজ করে যাচ্ছেন অডিও ইন্ড্রাট্রি, স্টেজ প্রোগ্রাম,টিভি, রেডিও তে। সবাই যখন কাভার গান নিয়ে ব্যাস্ত সময় পার করছেন,তখন পিজিত মৌলিক গান নিয়ে দীর্ঘদিন ইন্ড্রাট্রি পাড়ায় কাজ করার চেস্টায় পথ চলছে।মায়া,দেবদাস,দশভূজা,আলো আসবে,শ্যামা মা,বন্ধু বেঈমানের পরে এবার প্রকাশিত হল,পিজিত মহাজনের বাস্তব জীবনের মা হারানো গল্প নিয়ে নতুন গানচিত্র, মায়ের ডায়েরী, গান টি শিল্পীর মা সর্গীয়া অঞ্জনা মহাজনকে উৎসর্গ করেছেন। পিজিত বলেন, মা হারিয়েছি ৮টি বছর,মাকে হারানো পরে বুঝেছি,এ দুনিয়ায় মা ছাড়া আপন কেউ নাই, শেষ ৮ টি বছর এই গান নিয়ে কাজ করেছি,পরিশেষে গান টি প্রকাশ করতে পেরে খুব আনন্দ লাগছে। লিখেছেন জনপ্রিয় গীতিকার গিয়াস সানী,এবং পিজিত নিজেই,সুর এবং কন্ঠ দিয়েছেন পিজিত মহাজন। দারুন সংগীত আয়োজন করেছেন মাহফুজ ইমন,চিত্রায়ন এবং ভিডিও ডিরেকশান দিয়েছেন অনিক খান,প্রকাশিত হয়েছে স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে। ডিসেম্বার মাসে,পিজিতের আরো কিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে।