প্রফেসর ড. আবু ইউসুফের মৃত্যু বার্ষিকীতে রেড ক্রিসেন্টের দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য বুদ্ধিজীবী, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তাকেঁ স্মরণ করলো রেড ক্রিসেন্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ড. আবু ইউসুফের ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক শোক সভা ও দোয়া মাহফিল গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী ও উত্তর জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন খানসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। সভার মরহুম প্রফেসর ড. আবু ইউসুফের আতœার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  করা হয়।
সভাপতির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, জ্ঞান পিপাসু ড. আবু ইউসুফ একটি উন্নত ও মানসম্মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে অসামান্য অবদান রেখে গেছেন। তাই অত্যন্ত সৎ, নির্লোভ কর্ম ও সৃষ্টি ভুলে যাবার নয়