হাটহাজারীতে ছাত্রলীগের সড়ক অবরোধ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ঘোষণা দিয়ে বির্তকে জড়িয়ে পড়েন হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক।

সম্প্রতি ভাস্কর্য নিয়ে মাওলানা মামুনুল হকের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক অঙ্গন। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থার তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর মাহফিলে বক্তব্য রাখবেন তিনি।

এদিকে এক সপ্তাহ ধরে ছাত্রলীগ মামুনুল হকের চট্টগ্রামে অগমন ঠেকানোর ঘোষণা দিলেও কার্যত তাদের জোরালো কর্মসূচি ছিল না। হাটহাজারীতে আল আমিন সংস্থার ব্যানারে হেফাজতের ৩ দিনব্যাপী মাহফিলে যোগ দিতে সকালেই হাটহাজারীতে আসার কথা মাওলানা মমিনুল হকের। আর তাকে প্রতিহত করতে সকালে হাটহাজারীতে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২৭ নভেম্বর ) বেলা পৌনে ১২টার দিকে চবি এক নম্বর গেইটে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। পরে পুলিশ তাদের রাম্তা থেকে সরিয়ে দেয়।

এছাড়া মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে সকালে থেকে শাহ আমানত বিমান বন্দরে অবস্থান নেয় নগর ছাত্রলীগ যুবলীগের একাংশ।

নগরীর অক্সিজেন মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট, আমিন বাজার চৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। আজ রাত ৮টায় হাটহাজারী কলেজ মাঠে হেফাজতের একটি মাহফিলে মামুনুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা জানান, যেকোনও মূল্যে মামুনুল হককে চট্টগ্রামে আসতে দেয়া হবে না।

এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিতর্কিত বক্তা মামুনুল হকের হাটহাজারীতে আগমন রুখতে সড়কে অবস্থান নিয়েছি। কোনোভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।