বেঁচে আছে একটি শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী জয়া তিনটি শাবকের জন্ম দিলেও বেঁচে আছে একটি।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ জানান, গত ১৪ নভেম্বর রাতে জয়া-রাজ এর তিনটি শাবকের জন্ম হয়।

কিন্তু দুর্ভাগ্যক্রমে মা বাঘ তার শাবকদের দুধ খেতে দেয়নি এবং বাচ্চাদের সঙ্গে বিরূপ আচরণ করে। ফলে গত ১৫ নভেম্বর রাতে একটি শাবক মারা যায়।

‘বাধ্য হয়ে আমরা বাকি দুটো বাচ্চা আলাদা করি। না খাওয়ার কারণে দুটি শাবকই দুর্বল ও সংকটাপন্ন ছিল। পরবর্তীতে গত ১৮ নভেম্বর আরো একটি বাচ্চা মারা যায়। ’

তিনি জানান, বর্তমানে অপর বাঘের বাচ্চাকে হাতে খাওয়ানো হচ্ছে। তার অবস্থা কিছুটা ভালো হলেও এখনও সংকটমুক্ত বলার সময় আসেনি। নিয়মিত খাবার গ্রহণ করলে মাসখানেক পরে বাঘটিকে নিরাপদ বলা যাবে মর্মে আশা করা যায়।

বাচ্চাটির নিরাপত্তা ও সংক্রমণের আশংকার প্রেক্ষিতে এটিকে জনসাধারণ সহ সবার কাছ থেকে দূরে রাখা হয়েছে। এছাড়া যারা বাচ্চার যত্নের সঙ্গে সরাসরি জড়িত তাদের ব্যতীত অন্য কাউকে বাচ্চাটির কাছে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।