সম্পর্ক জোরদার করতে সম্মত সৌদি ও তুরস্ক

পররাষ্ট্রনীতি, ইসলামপন্থী দলগুলোকে সমর্থন ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় বিগত কয়েক বছরে তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনি ও রোববার রিয়াদে আয়োজিত জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সৌদি বাদশাহ এরদোয়ানকে ফোন করেন। এরদোয়ান এবং সৌদি বাদশাহ ফোনে আলাপকালে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং জি-২০ শীর্ষ সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।

তুর্কি প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, ‘এরদোয়ান এবং সালমান সম্পর্কোন্নয়ন এবং বিভিন্ন বিষয় সমাধানে আলোচনার চ্যানেল উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।

তুরস্ক ও সৌদি আরব দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তবে ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কন্ট্রিবিউটর জামাল খাশোগির হত্যার পর দুটি সুন্নি-মুসলিম আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।