বিরল চর্মরোগ ‘হারলিকুইন ইকথাইয়োসিস’ নিয়ে শিশুর জন্ম

‘হারলিকুইন ইকথাইয়োসিস’ নামক বিরল চর্মরোগ নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জিনগত সমস্যার কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে।

শনিবার (২১ নভেম্বর) রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান অধ্যাপক জগদীশ দাশ বলেন, শিশুটিকে চমেকে আনার পর চিকিৎসা চলছে। নানা জটিলতায় ভুগছে শিশুটি। এটি নতুন নয়, এর আগেও চমেকে একই ধরনের নবজাতককে চিকিৎসা দেওয়া হয়েছে। জিনগত কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে।

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কলোডিয়ান বেবি’ বলা হয়ে থাকে। এটি এক ধরনের চর্ম রোগ। সাধারণত কয়েক লাখ নবজাতকের মধ্যে ১/২ জনের হয়ে থাকে। জন্মের পর এই রোগে আক্রান্ত মাত্র ১৫ শতাংশ শিশু বেঁচে থাকে। শরীরে জটিলতা মারাত্মক আকার ধারণ করলে এ ধরনের শিশু জন্মের প্রথম সপ্তাহেই মারা যেতে পারে।