পোর্ট কানেক্টিং রোডে উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা

নগরীর বন্দর থানাধীন ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের আদর্শপাড়া আবদুল খালেক দফাদার রোডের উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা অপসারণপূর্বক রাস্তার উন্নয়ন কাজের অবশিষ্ট অংশের ঢালায় কাজ সম্পন্ন করা হয়। ঢালায় কাজ সম্পন্ন পূর্বক প্রকৌশল বিভাগকে রাস্তাটি বুঝিয়ে দেওয়া হয়।

আজ রোববার সকালে কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
একই অভিযানে পোর্ট কানেক্টিং রোডের উপর অবৈধভাবে যানবাহন পার্কিং, কাঠ ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।