বাংলাদেশে প্রতি ৪ জনে তিনজন হৃদরোগের ঝুঁকিতে

হিউম্যান ২৪ ডেস্ক: বাংলাদেশে প্রতি চারজন মানুষের মধ্যে তিনজনই হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। কিন্তু এ ঝুঁকি খুব সহজ উপায়েই প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছে এই সংক্রান্ত একটি নীতি নির্ধারণী ফোরাম জানিয়েছে।

হাইপারটেনশন অ্যান্ড কার্ডিও মেটাবোলিক ডিজিজেস নামের ওই ফোরামটি বিভিন্ন পেশার লোকদের পর্যবেক্ষণ করে  এ তথ্য জানিয়েছে।

ফোরামটির তত্ত্বাবধানে ছিলেন শ্রীলঙ্কার জাতীয় নীতি এবং বাণিজ্য মন্ত্রী ডা. হর্ষ ডি সিলভা।

হৃদরোগ এবং কিডনি রোগের অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। আর ফোরামটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে সাড়ে ১০ লাখের বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হবে। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন জানিয়েছে, তিন জনের মধ্যে একজন ৩৫ বছরের বেশি বয়সী মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর মধ্যে অর্ধেকেই জানেন না যে, তারা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

কন্ট্রোল অব ব্লাডপ্রেসার এবং রিস্ক অ্যাটিনিউয়েশন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান জানিয়েছেন, চারজনের মধ্যে তিনজন রক্তচাপে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচ্চ রক্তচাপের মাঝারি নিয়ন্ত্রণ রয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশ আবার ডায়াবেটিসে আক্রান্ত।

ইউরোপের তুলনায় ৫ থেকে ৭ বছর আগেই দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি দেখা যায়।

দ্যা কোবরা-বিপিএস এর একটি গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি কমিয়ে ফেলা সম্ভব। তারা আরো মনে করেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেই বাংলাদেশে এই স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহ-সভাপতি ডা. সনিয়া নিস্তার জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় সকল বয়সের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রয়োজন।