ফতেয়াবাদ মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী সম্পন্ন


ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক তথা ধর্মীয় শিক্ষার্জন করে থাকে। এ কারণে মাদরাসার শিক্ষার্থীরা দুর্নীতিপরায়ণ হয়না। এদের যোগ্যতার ভিত্তিতে দেশের বিভিন্ন উচ্চস্তরে পদায়ন করা গেলে দেশে দুর্নীতি কমে যাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষাকে একই কারিকুলামে নিয়ে আসা হয়েছে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে। সুতরাং, সকলের উচিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে দেশের জন্য উৎসর্গ করা। সংগঠনের সভাপতি কাজী আছাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রথম অধিবেশনে উদ্বোধক ছিলেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মুফতি মাওলানা রফিকুল ইসলাম নেজামী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কাজী এনামুল হক, পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ ইসমাইল কোম্পানী, আলহাজ্ব আজিম মেম্বার, মুহাম্মদ শওকত আলী, মাওলানা সৈয়দ আখতার হোসাইন, সহ সুপার মাওলানা খাজা ইদ্রিস তাহেরী, শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার কাদেরী, বাবু রতন কুমার দাশ, মাওলানা নুরুল আবসার রেজভী, মাওলানা ঈসা আহমদ আনছারী, মাওলানা আবু নাছের আজাদ, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর, জেবুন্নেসা বেগম, রুমানা আফরোজ প্রমুখ। বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, রায়হান উদ্দিন, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, আবুল কাশেম সাদ্দাম, জামাল হোসাইন রাজ, মুহাম্মদ হাসান মাসুদ, এইচ এম মামুনুর রশিদ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ আলী, আব্দুল মান্নান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আনোয়ার, ইসহাক মামুন, মুহাম্মদ রিয়াদুল আরেফিন, মুহাম্মদ আব্দুর রহমান, হাফেজ আহমদ নুর প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।