রিয়াজউদ্দিন বাজার থেকে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন গোডাউন ও দোকানে অভিযান চালিয়ে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজার এলাকার মরিয়ম মার্কেটের দুইটি গোডাউন, হোটেল শাহ আমানতের উপরে একটি গোডাউন ও মশারি গলির তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের একটি টিম।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে ২৪ নভেম্বর পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, রিয়াজউদ্দিন বাজার এলাকার মরিয়ম মার্কেটের দুইটি গোডাউন, হোটেল শাহ আমানতের উপরে একটি গোডাউন ও মশারি গলির তিনটি দোকানে অভিযান চালিয়ে মোট পাঁচ টন পলিথিন জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে ২৪ নভেম্বর শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।