মুনিরুল্ল্যাহ অনুসারীরা রাউজানে আসায় বিক্ষোভ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ কাগতিয়ার পীর মুনিরুল্ল্যাহ অনুসারীরা রাউজানে আসায় রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয় । রাউজানের পশ্চিম, গুজরা ইউনিয়নের কাগতিয়ার পীর মুনিরুল্লাহর অনুসারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীরা গত এক বৎসর ৭ মাস পুর্বে ২০১৯ সালের ১৯ এপ্রিল আওয়ামী লীগ নেতা মোজ্জাশের হক, মুিিক্তযোদ্বা শফিকুল আনোয়ার, হাফেজ নুরুল আবছার, সহ কয়েকজনের উপর হামলা করলে রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,মুক্তিযোদ্বা, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাগতিয়ার পীর মুনিরুল্লাহ ও তার অনুসারীদের বিরুদ্বে প্রতিবাদ সভা, মানববন্দ্বন, করে আন্দোলন করে তোলেন । কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহ ও তার অনুসারীদের বিরুদ্বে ছাত্র সেনা কর্মী নাঈম উদ্দিন হত্যা, লোকজনের উপর হামলার ঘটনায় মামলা করা হয় । কাগতিয়ার পীরের অনুসারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির দায়িত্বশীল তো কর্মীদের উপর হামলার অভিযোগ এনে পাল্টা মামলা করা হয় । গত এক বৎসর ৭মাস ধরে কাগতিয়ার পীর মুনিরুল্ল্যাহ ও তার অনুসারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির তো কর্মীরা রাউজান ছেড়ে চট্টগ্রাম নগরী, হাটহাজারী সহ বিভিন্ন এলাকায় চলে যায় । গতকাল ১৮ নভেম্বর বুধবার ভোরে কাগতিয়ার পীর মুনিরুল্ল্যাহর অনুসারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির অর্ধ সহস্রাধিক নেতা কর্মী মোটর সাইকেল, হাইস করে শো ডাউন করে কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহর বাড়ীতে এসে অবস্থান নেয় । এ সংবাদ পেয়ে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার নেতা কর্মী গতকাল ১৮ নভেম্বর বুধব্ওা সকাল থেকে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, রাউজানের নোয়াপাড়া পথের হাটে পৃথক পৃথক ভাবে কাগতিয়ার পীর মুন্রিুল্লাহ ও তার অনুসারীদের জঙ্গী ও সন্ত্রাসী আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল করে। এসময়ে রাউজানের সবত্র সাধারন মানুষের মধ্যে চরম আতংক সৃষ্টি হয় । বিক্ষোভ মিছিল শেষে রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় রাউজান সুর্য সেন চত্বরে, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফের সভাপতিত্বে মগদাই এলাকায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্যনেল চেয়ারম্যান বাবুল মিয়ার সভাপতিত্বে নোয়াপাড়া পথের হাট বাজার চত্বরে কাগতিয়ার পীর মুনিরুল্ল্যাহ ও তার অনুসারীরা জঙ্গী, সন্ত্রাসী তারা রাউজানে এসে আবারো রাউজানকে অশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন । মুনিরুল্ল্যাহ ও তার অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা একে অপরের মুখোমুখি অবস্থান নিলে রাউজান উপজেলঅ নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলঅ সহকারী কমিশনার ভুমি আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের নেতৃত্বে পুলিশের সদস্যরা কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহর বাড়ীতে উপস্থিত হয়ে তাদের নিরাপত্তা প্রদান করেন । চট্টগ্রাম জেলা পুলিশের একদল পুলশ সদস্য ও দু পক্ষের সংর্ঘষের আশংকায় রাউজানে মোতায়েন করা হয় । দুপুর ২ টার সময়ে কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহর অনুসারীরা কাগতিয়া থেকে চলে গেলে বিক্ষুদ্ব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ শেষ করে। এ ব্যাপারে রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলঅম বলেন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নিরলস প্রচেষ্টায় শান্তির জনপদ রাউজান গড়ে উঠেছে । শান্তির জনপদ রাউজানে কোন অপশক্তি অশান্ত করার প্রচেষ্টা চালালে তাদের কঠোর হস্তে দমন করবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল শ্রেনী পেশার মানুষ ।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কাগতিয়ায় কাগতিয়া পীরের অনুসারীরা করোনা ভাইরাসের প্রার্দুভাব চলাকালে সরকারের স্বাস্থ্য বিধি অমান্য করে সহস্রাধিক কাগতিয়ার পীরের অনুসারীরা কাগতিয়ায় জমায়েত হয় । তাদেরকে জেয়ারত করে চলে যাওয়ার জন্য বলা হলে তারা দুপুর ২ টার সময়ে জেয়ারত করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে যায় । কোথা ও কোন ধরনের সহিংস ঘটনা ঘটেনি । রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন । কাগতিয়ার পীর মুন্রিুল্ল্রাহর অনুসারীরা বাইর থেকে রাউজানের কাগতিয়া আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠে । কোন ধরনের সংর্ঘষের ঘটনা ছাড়া পুলিশের উপস্থিতিতে দুপুর ২টার পর কাগতিয়া পীরের অনুসারীরা কাগিতয়া থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে গেলে পরিস্থতি স্বাভবিক হয় ।