মদ তৈরী, এক নারী ৩ মাসের দন্ড

শফিউল আলম, রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি বাসা ভাড়ায় মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। মদ তৈরির উপকরণসহ নি মে উ মার্মা (৪০) নামে এক পাহাড়ী নারীকে আটক করা হয়েছে। আটকের পর গতকাল ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ দণ্ডাদেশ দেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বসতঘরে মজুদ রাখা গ্যালেনভর্তি ৬ লিটার ছোলাই মদ এবং ৪ বালতি মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার ক সার্কেলের উপ-পরিদর্শক মো. শফিয়া রহমান ও আনসার সদস্যবৃন্দ। আটক নি মে উ মার্মা (৪৪) বান্দরবান জেলার থানছি থানার চো শা চাকমার মেয়ে এবং রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার নিপ্রু মারমার স্ত্রী। নি মে উ মার্মা মাদক তৈরির কথা স্বীকার করেছেন। তিনি জানান, তাদের ছেলে-মেয়ের পড়ালেখার জন্য গত ৪ বছর ধরে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডে রাউজান হাইওয়ে থানা সংলগ্ন স্বপন পালিতের বাড়িতে ভাড়া বাসায় উঠেন। সেখানে তিনি মাদক তৈরি করতেন।