ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম ইসলামে উগ্রবাদ ও মানুষ হত্যা কঠোরভাবে নিষিদ্ধ

ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের যেই তকমা ইসলামের ওপর আরোপ করার অপচেষ্টা চলছে, তার সঙ্গে ইসলামের নূন্যতম সম্পর্ক নেই। ইসলামের শূভ্র বদনে কালিমা লেপনের মাধ্যমে তার মহান আহ্বান বিনষ্ট করার অপচেষ্টা চলছে। অথচ এই ইসলাম পৃথিবীর সব মানুষকে সম্মান ও শ্রদ্ধা করার কথা বলে। ইসলাম মানবতার জয়গানের কথা বলে। বর্তমানে ইসলামের নাম ভাঙ্গিয়ে ও কোরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে একটি সালাফী মতার্দশী গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা ও মানুষ হত্যার মিশনে নেমেছে। অথচ ইসলামে উগ্রতা ও মানব হত্যা কঠোর ভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ উগ্র মতাদর্শী সালাফিদের দমনে সকলকে সাংগঠনিকভাবে জোর তৎপরতা চালাতে হবে। রাউজান (যুব) নব দিগন্ত ক্লাবের উদ্যোগে ১৮ নভেম্বর বিকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশ্শান নূরানী মাহফিল সংগঠনের কার্যালয়ে মো: শফিউল বশর মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন বাবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, যুবনেতা মোঃ নুরুল হায়দার, মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী, মোরশেদুল হক চৌধুরী, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ। আলোচনা শেষে মুসলিম বিশে^র মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।