জাতির পিতার ভাস্কর্য অপসারণের ঔদ্ধত্বপূর্ণ হুমকির তীব্র নিন্দা

জেলা নির্মূল কমিটির সাংগঠনিক সভায় বক্তারা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের নামে স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ঔদ্ধত্বপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভায় বক্তারা, হেফাজত-জামায়াত-বিএনপির মদদপুষ্ট তথাকথিত ‘তৌহিদী জনতা ঐক্যপরিষদে’র মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী ধৃষ্টতাপূর্ণ উক্তির তীব্র নিন্দার পাশাপাশি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির এহেন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষ্ক্রিয় অবস্থানের জন্য সরকারেরও সমালোচনা করেছেন।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর ’৭২-এর সংবিধান অনুযায়ী ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আরো বলেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্যই বঙ্গবন্ধু এবং তাঁর সহযোগীরা সাংবিধানিকভাবে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস ও হিংসা-বিদ্বেষের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।
সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল (১৭ নভেম্বর) নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে এস এম জামাল উদ্দিন মিলনায়তনে জরুরী সাংগঠনিক সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-জেলা সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ.কে.এম জাবেদুল আলম সুমন, আবদুল মান্নান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এসকান্দর আলী, নাছিমা আকতার, মুক্তা জামান, আবদুল হাকিম, রুবেল কুমার শীল, ইমন শীল, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, সৌভিক রনি, সুবর্ণা খান প্রমুখ।
সভায় ১৪ ডিসেম্বর রাতে ইউএসটিসি বধ্যভূমিতে আলোকপ্রজ্জ্বলন ও ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং থানা কমিটি গঠন ছাড়াও জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
সভায় জাতীয় বীর কর্নেল অব. শওকত আলীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।