চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল সভায় বিভিন্ন ইস্যু নিয়ে আলোকপাত

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল সভায় চট্টগ্রামের জনজীবনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোকপাত –

চট্টগ্রামের জলাবদ্ধতা,কালুরঘাট সেতু, চিকিৎসা ব্যবস্থা,হালদা নদী,কর্ণফুলী নদী ভরাট সহ বিভিন্ন নাগরিক সমস্যা,নাগরিক ফোরামের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এক সভা ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে গতকাল | ফোরামেরে মহাসচিব সাংবাদিক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় দেশে ও দেশের বাইরে বিভিন্ন দেশ হতে ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ, ফোরামের ভাইস চেয়ারম্যান শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ছাত্র নেতা হেলাল আকবর চৌধুরী, কবি,প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম, ফোরামের যুগ্ন মহাসচিব ডাঃ নাহিদা আক্তার,ডাঃ আহমেদ সায়েদ, এজিএম জাহাঙ্গীর, ইমতিয়াজ আহমেদ, মোঃ ইউনুস,মোঃ শওকত করিম প্রমুখ।এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন এড.মাসুদুল আলম,বোরহান উদ্দিন,আবদুল গফুর, ফোরকান আহমেদ, নুরুল ইসলাম , আব্দুল্লাহ আল মামুন এবং অনেকে |

সভায় আগামী ২৫ নভেম্বর 2020 বুধবার, বাংলাদেশ সময় রাত ৯ -৩০মি
কর্ণফুলীর কালুরঘাটের নতুন সেঁতু নির্মাণ অবিলম্বে শুরু করার আহবান নিয়ে একটি ভার্চুয়াল নাগরিক সভা করার সিদ্বান্ত নেয়া হয়েছে | সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের কালুরঘাট সেঁতু অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ ইস্যু, কিন্তু দীর্ঘদিন এটিকে অবহেলা করার পরে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চুড়ান্ত নির্দেশ দিয়েছেন নতুন সেঁতু নির্মাণের জন্য | কিন্তু কখন শুরু হবে ? কেমন সেঁতু হবে বা জনগণের প্রত্যাশাই বা কি ? এতে কি গড়িমশি হবে ? এখনকার ঝুঁকিপূর্ণ সেতুটিরই বা কি হবে ? এসব নাগরিকদের প্রশ্ন | আগামী ২৫ নভেম্বরের সভায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে নাগরিক মতামত ও দাবিগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সরাসরি উত্থাপন করা হবে | সভায় এইসব বিষয়ে যারা সোচ্চার থেকেছেন ও থাকতে আগ্রহী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানান |
ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, চট্টগ্রাম বন্দরে শূন্য পদগুলিতে লোক নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের স্থানীয়দের অগ্রাধিকারের দাবি জানিয়ে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে জানান |

সভায় প্রতিটি উপজিলা ও থানা পর্যায়ে ফোরামের শাখা গঠনের জন্য আগ্রহীদের যোগাযোগ করতে আহবান জানিয়ে বলা হয়, চট্টলাবাসী রাজীনীতির উর্ধে থেকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর চট্টগ্রামের সার্বিক উন্নয়নে চট্টগ্রাম নাগরিক ফোরামের মাধ্যমে আশা প্রয়োজন |

কালুরঘাটে সেঁতু নিয়ে আগামী ২৫ নভেম্বরের সভায় অংশ নিতে হলে আগ্রহীরা -ঐ তারিখে রাট সাড়ে নয়টায় নিচের লিংকে ক্লিক বা কপি করে ইন্টারনেটে যোগ দিতে পারবেন |

https://us02web.zoom.us/j/86181704191