পতেঙ্গার আদলে পদ্মার পাড় সাজাতে চান মেয়র লিটন

চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গ্রহণ করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের পতেঙ্গা এলাকায় সিটি আউটার রিং রোডের পাশে সিডিএ’র গড়ে তোলা বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন রাসিক মেয়র লিটন।

বঙ্গোপসাগরের তীরে নগরের পতেঙ্গা এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পদ্মা নদীর তীরবর্তী শহর রাজশাহীতেও এর আদলে বিনোদনকেন্দ্র গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

পরে সিডিএ ভবনে চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের সঙ্গে এক বৈঠকে মিলিত হন চট্টগ্রাম সফররত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৈঠকে পদ্মার তীরে পতেঙ্গার আদলে একটি বিনোদনকেন্দ্র গড়ে তুলতে সিডিএ’র প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সহায়তা কামনা করেন তিনি। সিডিএ’র একটি টিমকে রাজশাহী ভ্রমণের আমন্ত্রণ জানান।

সিডিএ’র প্রকৌশলী মোস্তফা জামালের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি। বৈঠকে অংশ নিয়ে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান নিয়ে থ্রি-ডি অ্যানিমেশন উপস্থাপন করেন।

প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সিডিএ’র উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। সিটি আউটার রিং রোড প্রকল্পসহ পতেঙ্গা সৈকতকে নিয়ে সিডিএ’র উন্নয়ন পরিকল্পনা ও পর্যটন শিল্পের বিকাশে গৃহীত প্রকল্প সমূহের বিষয়ে বিস্তারিত প্রকল্প প্রস্তাবনাসহ সম্পাদিত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন তিনি।

চট্টগ্রামের মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ স্থাপনকারী রিং রোড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কীভাবে দক্ষিণ চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপন করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে সে বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়রপত্নী শাহীন আকতারসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।