হালদায় অভিযানে ৪টি বালুবাহী ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র্য তথা ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাউজানের সর্তারঘাট থেকে নোয়াজিষপুর ইউনিয়নের ইন্দ্রিরাঘাট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়াঁর নেতৃত্বে অভিযানে ৪টি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস ও ১ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্রাহ আল মাহমুদ ভুইয়া বলেন, আনসার সদস্যদের সহযোগিতায় ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। এক হাজার মিটার জল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তৎপর রয়েছে। হালদার ডলফিন তথা জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।