কালেক্টরেট সহকারীদের কর্ম বিরতি

আজ প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বৃটিশ শাসিত ভাৰতবষ ১৭৭২ সালে ওয়ারেন হেষ্টিংস প্রথম ডিষ্টিক কালেক্টর পদ সৃষ্টি করার পর কর্মকর্তাদের বিভিন্ন সুযােগ সুবিধা প্রদান করলেও অদ্যাবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের কোন ধরনের সু্যোগ প্রদান না করায় বিভাগীয় , জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার ( ভূমি ) অফিসে কর্মরত সহকারীদের কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি ঘােষিত কর্মসূচী অনুযাগী আজ ১৫ নভেম্বর হতে ৫ ডিসেম্বর পয্যন্ত ২০ ব্যাপি পূণ দিবস কমবিরতি কমসূচী পালন করছেন । এ উপলক্ষে এক সভা বাকাসস চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভপতি স্বপন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বিভাগীয় কমিটির সহ সভাপতি স্বদেশ সমা , আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়ুয়া চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক এসএম আরিফ হােসেন ও কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দীন ও নুরুল মোহাম্মদ কাদের। ৰাকাসম চট্টগ্রাম জেলার মধ্যে বক্তব্য রাখেন , প্রদীপ কুমার চৌধুরী , আলী আজম খান,সেয়েব মােহাম্মদ দুলু,সাদিয়া নুর , শফিউল আলম , ফজলে আকবর চৌধুরী , সায়েদুল ইসলাম , বিয়াজ উদ্দীন আহমদ , পুতুল ত্ত নাজিম উদ্দীন চৌধুরী , সৈয়দ মােহাম্মদ এরশাদ আলম । বক্তাগণ বলেন, সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যােগদান করে ৫বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান । আর সচিবালয় , হাইকোর্ট , সংসদ , নির্বাচন কমিশন , পিএসসি ও মন্ত্রনালয়ের সংযুক্ত বিভাগ সমূহে ১৬ তম গ্রেডে যােগদান করে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন । শুধুমাত্র ইউএনও , ডিসি ও বিভাপীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষেও কোনাে পদোন্নতি না পেয়ে একই পদ থেকেই অবসরে যাচ্ছেন দিনব্যাপী কবরতির কারনে , এডিএম কোর্ট , রাজস্ব কোট রেকর্ডরুমসহ জেলার সব শাখার কাজকর্ম বন্ধ ছিল । ফলে জেলা প্রশাসনে সেবা পেতে আসা লোকজনের ব্যাপক ক্ষতি হয় । বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মান , এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প -২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয় কমিশনার অফিস , জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের মনােবল সতেজ রেখে কাজের গতিশীলতা অব্যাহত রাখতে তাদের পদোন্নতিসহ পদবী পরিবর্তন সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা করার জন্য জোর দাবী জানান । তারা সহকারীদের উথাপিত দাবী দাওয়াসমূহ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে বাস্তবায়নের জন্য জন প্রশাসন মন্ত্রণালয়কে উপাত্ত আহবান জানান ।