৩০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা কক্সবাজার থেকে লবণের ট্রাকে করে ইয়াবা নিয়ে আসছিলেন।
ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- গাইবান্ধা জেলার সদর থানাধীন কামার রঘুনাথপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৪) ও পলাশবাড়ি থানাধীন হরিনাথপুর মো. মোস্তাফিজুর রহমান বেপারীর ছেলে মো. আরমান আলী (২২)। এদের মধ্যে শহিদুল ইসলাম ট্রাকের চালক ও আরমান আলী চালকের সহকারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, কক্সবাজার থেকে লবণের ট্রাকে করে ইয়াবা নিয়ে আসার সময় বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।