‘মহানবীর (দ.) আদর্শ অনুসরণেই মুক্তি নিহিত’

চট্টগ্রাম নগরীর বায়েজিদের বালুছড়া কাশেম ভবন চত্ত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ্শান সুন্নী কনফারেন্স-১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ ফেব্রুয়ারি) হযরত করম আলী শাহ (রহঃ) স্মৃতি সংগঠন ও গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ এর আয়োজনে এ সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মহানবী (দ.) ও সাহাবায়ে কেরামের ত্যাগের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মহানবীর আদর্শ মতো চললে বর্তমান ও পরকাল দু’জাহানেই শান্তি পাওয়া সম্ভব। মহানবী (দ.) মানুষে মানুষে সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে এক কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বক্তারা আরও বলেন, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানবী (দ.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির জন্য তিনি রহমত হিসেবে আগমন করেছিলেন। সংঘাত, বৈষম্য ও শোষণে জর্জরিত পৃথিবীতে মহানবীর (দ.) আদর্শ অনুসরণেই মুক্তি নিহিত।
কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে ও শাহজাদা কাজী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভারতের মাদ্রাসায়ে দারুল উলুম জিয়াউল ইসলাম এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বরকাতী।
বিশেষ বক্তা ছিলেন- মাওলানা মুহাম্মদ সুলতানুল আলম আনছারী, মাওলানা মুহাম্মদ ওসমান গণি আল-কাদেরী, আল্লামা আতাউর রহমান নঈমী, মাওলানা কাজী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, মুহাম্মদ চৈয়দুল আলম বাহারী, মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল কাদেরী, মাওলানা আব্দুস শাকুর আনছারী।