নবীর জীবনার্দশ অনুসরণের মাধ্যমে ইহ-পরকালে শান্তি লাভ সম্ভব


বাদুরতলাস্থ শিকড় ক্লাবের মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া-সাল্লামের শানে রিসালাত ও অনুপম জীবনার্দশ অনুসরণনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন জীবনে শান্তি লাভ করা সম্ভব। মহান রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসাবে ৫৭০ হিজরী ১২ই রবিউল আওয়াল সোমবার প্রভাতে প্রিয়নবী ও শেষনবী রহমাতুল্লিল আলামিনকে এধরনীতে পাঠিয়েছেন। তাই শানে রিসালাতের অনুপম আর্দশ ও দ্বীনে মুহাম্মদীর প্রকৃত দিক নির্দেশনা মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য ঈদ-ই মিলাদুন্নবীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার ২৬ রবিউল আওয়াল ১৪৪২ হিজরী বাদে মাগরিব বাদুরতলাস্থ শিকড় যুব একাদশ সংঘের উদ্যোগে হযরত জঙ্গীশাহ আল কুরাইশী (র:) জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিলে বক্তারা এ কথা বলেন। ক্লাবের উপদেষ্টা মো: ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ করেন হযরত মৌলানা মোহাম্মদ হোসাইন জিহাদী (মা:জি:আ:), হযরত মৌলানা মো: আবদুর রহমান আল কাদেরী। প্রধান মেহমান ছিলেন, সাবেক কাউন্সিলর মো: মোরশেদুল আলম, বিশেষ মেহমান ছিলেন আলহাজ্ব হাফেজ ফরিদ আহম্মদ, ক্লাব উপদেষ্ঠা জসিম উদ্দীন খোকন, মো: ইদ্রিস কোম্পানী, ক্লাবের আহবায়ক নজরুল ইসলাম খোকন যুগ্ন-আহবায়ক মো: শহীদুল ইসলাম লিংকন, কাজল, রাসেল, আয়াত, আসিফ, আমান, আজাদ, রিপন, সানি, লিজাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ, মুসল্লিবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী ডা: আফছারুল আমিন এমপি, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সুস্থতা কামনা এবং জঙ্গীশাহ মসজিদ পরিচালনার কমিটির প্রয়াত নেতৃবৃন্দ ও এলাকার প্রয়াত সকল মুরব্বি ও এলাকাবাসীর জন্য এবং ক্লাবের সর্বাঙ্গিন সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।