যুবলীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে সিসি মেম্বার হলেন এলিট

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে সিসি মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন তরুণ রাজনীতিক নিয়াজ মোর্শেদ এলিট।

শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সন্ধ্যায় ঘোষিত যুবলীগের এই কেন্দ্রীয় কমিটিতে ঠাঁয় পেয়েছেন ২০১ জন। আর সিসি মেম্বার হিসেবে রাখা হয়েছে ২১ জনকে।

নিয়াজ মোর্শেদ এলিট জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিসি মেম্বার হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, কমিটিতে জায়গা দিয়ে দেশের জন্য, দলের জন্য কাজ করার যে সুযোগ তারা দিয়েছেন- তা কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট হবো। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো।

নগর ছাত্রলীগের সাবেক নেতা নিয়াজ মোর্শেদ এলিট রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

১৯৮৩ সালের ১০ অক্টোবর চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামে মনিরুল ইসলাম ইউসুফ ও লুৎফুর নাহারের ঘরে জন্ম নিয়াজ মোর্শেদ এলিটের।