জেএসএস সন্তু লারমা ও এমএন লারমা গ্রুপের মধ্যে গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা ও এমএন লারমা গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (১৩ নভম্বের) দিনগত রাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে পাহাড়ী আঞ্চলিক দুই সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে উভয় দল আধাঘণ্টাব্যাপী বন্ধুকযুদ্ধ চালায়। গুলির শব্দে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছি।

তবে, স্থানীয়দের মধ্যে কেউ কেউ ‌দাবি করছেন, জেএসএস সন্তু দলের দুইজন বন্ধুকযুদ্ধে মারা গেছেন। প্রশাসনিক কিংবা দলগুলোর পক্ষ থেকে এ ধরনের তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশকিছু গুলির খোসা উদ্ধার করে। তবে হতাহতের কোনো আলামত পাওয়া যায়নি।