জিয়া পরিবারের জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত

জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়া পরিবারের জনপ্রিয়তায় সরকার ঈর্ষনীয় হয়ে দমন নিপীড়ন চালালেও হাজারো জিয়াপ্রেমী জীবন বাজি রেখে বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে শত্রু মুক্ত করেছেন।

জীবনের মায়া ত্যাগ করে দেশ মাতৃকার টানে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করে দেশ শত্রুমুক্ত করেছেন। সে সময়ে যারা জীবনের মায়ায় পড়ে নিরাপদ আশ্রয়ে জীবন যাপন করেছেন তারাই এখন বড় মুক্তিযোদ্ধা সেজেছে। শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য দিন রাত ব্যস্ত থাকেন আওয়ামীলীগ নেতারা। তাদের সকাল শুরু হয় বিএনপি আর জিয়াউর রহমানের সমালোচনা করে। তাদের হাজারো ষড়যন্ত্র আর প্রতিহিংসার ভিড়েও বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্কার প্রতীক হয়ে শক্ত ভিক্তির উপর দাড়িয়ে আছে।  তিনি আজ শুক্রবার (১৩ নভেম্বর) নুর আহমদ সড়কের নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যলয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাজানের রোগ মুক্তি কামনায় নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খায়রুল আলম দিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, টুটুল রহমান, নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সামচ্ছু উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী এইচ রায়হান, উপদেষ্টা মো. বাকের, মো. জাহাঙ্গীর, মোশাররফ হোসেন, মোহাম্মদ আমির, গোলাম নবী আপেল, মোহাম্মদ সহিদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মনির, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলীম, রাজু, জহির, এস বি রুবেল প্রমুখ।