‘একুশের চেতনায় আমাদের ভাষা ও দেশকে সমৃদ্ধ করতে হবে’

আজ একুশে ফেব্রুয়ারি শুধু জীবন দেয়া স্বাধীকার আন্দোলনের অনুপ্রেরণার প্রতীক নয়, আজ একুশ সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে এ অভিমত ব্যক্ত করেন। প্রভাতফেরী, র‌্যালী, শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে একুশে দিবস উদযাপন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভাপতির ভাষণে তিনি বলেন, বাঙালি চিরকালই সংগ্রামী জাতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাঙালি প্রমাণ করেছে বাঙালি বীরের জাতি। বাঙালি হারতে জানে না, পরাজিত হতে জানে না। আজ বাংলাদেশকে বিশ্বের সামনে এক ঐতিহ্যশালী সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তবেই শহীদের রক্ত ও আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

আলোচনা সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সত্যানন্দ বড়–য়া এবং কাশফিয়া নওশীন ও আলোচক হিসেবে অংশ গ্রহণ করেন, অধ্যাপক আযম খান, অধ্যাপিকা উম্মে ফাতেমা,অধ্যাপিকা সুমি রানী বণিক, অধ্যাপিকা সুস্মিতা মজুমদার, অধ্যাপক মাঈনুল হাসান, অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে অর্পা বড়–য়া, প্রিয়ন্তি বোস, তানজিনা তাজিন, সায়মা আকতার, জান্নাতুল মাওয়া, আয়েশা ছিদ্দিকা, আবিদা সুলতানা ও মায়মুনা আকতার।