লোহাগাড়ায় ‘বটতলী শহর উন্নয়ন’ কমিটি

নেতৃত্বে নুরুচ্ছাফা চৌধুরী-মিজানের

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহ্যবাহী ‘বটতলী শহর উন্নয়ন’ কমিটির নেতৃত্ব পরিবর্তন করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীকে আহবায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব মনোনীত করে ১৩ সদস্যদের এ আহবায়ক কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু। আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন- লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী-আহবায়ক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান- সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজ ষ্টোরের স্বত্বাধিকারী মিয়া মো: শাহজাহান- যুগ্ম আহবায়ক, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক ওবাইদুল হক- যুগ্ম আহবায়ক, আইস পার্ক শপিং মলের স্বত্বাধিকারী মামুন অর রশিদ- সদস্য, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক মুহাম্মদ আকতার হোসেন-সদস্য, খাঁজা ডেকোরেটার্সের স্বত্বাধিকারী এরশাদুল হক- সদস্য, বিএসআরএম’র পরিবেশক আখতারুজ্জামান চৌধুরী-সদস্য, মিজান ষ্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ নাজিম উদ্দিন-সদস্য, মোবাইল প্লাসের স্বত্বাধিকারী এনামুল হক-সদস্য, মমতাজ ক্রোকারীজের স্বত্বাধিকারী মুহাম্মদ সালাহ উদ্দিন-সদস্য, শাহপীর মোবাইল সেন্টারের স্বত্বাধিকারী মুহাম্মদ হেলাল-সদস্য ও সিরাজ ষ্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম-সদস্য। এদিকে, লোহাগাড়া ‘বটতলী শহর উন্নয়ন’ এর আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।