স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে চবি

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

অধ্যাপক মনিরুল হাসান বলেন, ‘স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে প্রথম থেকে আমাদের সদিচ্ছা ছিল। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই আগামী ১৫ নভেম্বর একাডেমিক কাউন্সিল সভা ডাকা হয়েছে। সেখানে পরীক্ষা-ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষাগুলো অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।