ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আদেশ না মানায় চট্টগ্রামে ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১১ নভেম্বর) নগরের চান্দগাঁও শিল্প এলাকায় কারখানাটিতে অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়া সিগারেট উৎপাদন কারখানা পরিচালনার দায়ে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছিল। ওইসময়ে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করে পরিবেশ ছাড়পত্র না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নূরুল্লাহ নূরী বলেন, প্রতিষ্ঠানটিকে দুই দফা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এ ছাড়া বারবার লিখিত নোটিশ এবং মৌখিকভাবে জানানোর পরও প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই তাদের উৎপাদন অব্যাহত রাখে। বুধবার কারখানা পরিদর্শন করে উৎপাদন অব্যাহত রাখায়, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়।