কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২

কাপ্তাই প্রতিনিধি::

কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২ জন নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত প্রায় ৩টার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা৷ (৩২)। নিহত ধনঞ্জয় হলেন গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ তনচংগ্যা হলো রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়া গ্রামের মৃত কালাচাঁন তনচংগ্যার ছেলে। তিনি পরিবার নিয়ে ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলি গ্রামে বসবাস করতেন। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের দু’জনকে গুলি করে পালিয়ে যায়। এসময় নিহত সুভাষ তনচংগ্যা তার বাড়িতে অবস্থান করছিলেন বলে থানা সুত্রে জানা যায়। নিহত সুভাষের গায়ে ২ টি এবং ধনঞ্জয় তনচংগ্যার গায়ে ৫ টি গুলির দাগ রয়েছে বলে জানান ওসি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার ও ওসি নাসির উদ্দীন জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, বুধবার সকালে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার এবং কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে প্রেরণ করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।