স্বৈরাচার সরকারের দূঃশাসন থেকে পরিবর্তন চাই

৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মতবিনিময় সভায় ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র গ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণ এই স্বৈরাচার সরকারের দূঃশাসন থেকে পরিবর্তন চাই। দুর্নীতি, ধর্ষন, অন্যায়, দুঃশাসন, মানবাধিকার লংঘন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলায় জনগণ নিষ্পেষিত। ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার মাধ্যমে জনগণ এখন তারা পরিবর্তন চায়।
তিনি আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। চাল, ডাল, পেয়াজ, রসুন, মরিচ, আলু সহপ্রতিটা পণ্যের দাম চারগুন, পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। লুটপাটের মাধ্যমে তারা সিন্ডিকেট তৈরি করেছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তাই এ থেকে মুক্তির জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামি লীগ সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকরে মানুষের ভোটের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। অবৈধ সরকারের একমাত্র হাতিয়ার মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা। আমাদের ভয়কে জয় করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।।
৩৫ নং বক্সির হাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর হোসেন নূরুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, গাজী মোঃ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাজী বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আক্তার, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু, সদস্য ও কাউন্সিলর প্রার্থী এড. তারেক আহামদ, জসিম উদ্দিন মিন্টু, নগর ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপি নেতা ফরিদ উদ্দিন , ইউসুফ খান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম, নুরুল আলম মঞ্জু, শাহাজান সর্দার, আব্দুল খালেক, নুরুল আফসার, জসিম উদ্দিন, এম এ হাশেম, হাবিবুর রহমান, মোঃ রাসেল, শামসুল আলম, বেলাল হোসেন, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সামছুন নাহার সাধারণ সম্পাদক সাবরিনা আত্তার, ওয়ার্ড যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি,মোঃ মামুন, মোঃ শামছু, নাছির উদ্দীন, আবদুল হালিম, ফোরকান উদ্দীন, শহীদুল্লাহ শহীদ, মামুন, ছাত্রদলের সদস্য সচিব এইচ মুনছুর, ম্যাক আকাশ, এন মোঃ রিমন, জাবেদ হোসেন হিরু, সাগর, ফাহিম, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন মুন্না, শ্রমিকদলের আবুল কালাম, মনির সোলায়মান, কবির, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল সত্তর, রুপ মিয়া মাঝি, সেচ্ছাসেবকদল বেলাল উদ্দিন, মনিরুল ইসলাম আবির, আবু তাহের, সবুজ, সুমন, আমিন, মোঃ হাবিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রমূখ নেতৃবৃন্দ ।
প্রেস রিলিজ