যোগাযোগের সুবিধার্থে ট্রেন চালুর প্রস্তাব

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরের সঙ্গে নগরবাসীর যোগাযোগের সুবিধার্থে কয়েক জোড়া শাটল ট্রেন এবং দোহাজারি রুটে কমপক্ষে ৪ জোড়া ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করে চসিক প্রশাসক এ প্রস্তাব দেন।

তিনি বলেন, শাটল ট্রেন চালু করা হলে বঙ্গবন্ধু শিল্পনগরের সঙ্গে সব শ্রেণির শ্রমিক ও কর্মজীবীদের যাতায়াত সহজ হবে।
এ সময় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

চসিক প্রশাসক নগরের মাদারবাড়ী এলাকায় বরাদ্দের টাকা ও জমির উন্নয়ন বাবদ টাকা পরিশোধ এবং ৭ একর জায়গা সিটি করপোরেশনের দখলে থাকা সত্ত্বেও ওই জমির বরাদ্দ বাতিল হওয়ার বিষয়টি রেল মন্ত্রীকে অবহিত করে তা প্রত্যাহারের অনুরোধ করেন। মন্ত্রী প্রশাসকের বক্তব্য শুনে তা মিমাংসার আশ্বাস দেন।

প্রশাসক রেল মন্ত্রীর কাছে চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী রেললাইনের সংস্কার ও বগি বাড়ানো, পাহাড়তলীতে স্থাপিত রেল ওয়ার্কশপ পুনরায় চালু ও সংস্কার করা, নগরে নতুন রেল স্টেশনের সামনে চট্টগ্রাম সিটি করপোরেশনের বা রেলের উদ্যোগে মাল্টিস্টোর বা বহুমুখী পার্কিং চালু করা, রেলওয়ের মালিকানাধীন পাহাড়তলী জোড় ডেবা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব দেন। এর মধ্যে বন্দরের কনটেইনার জট কমাতে রেললাইন সংস্কারের পাশাপাশি বগি বাড়ানোর বিষয়ে সুজনের প্রস্তাব মন্ত্রী গুরুত্বসহকারে আমলে নেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজার সঙ্গে সাক্ষাৎ করেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনএ ছাড়া নগরের যানজট নিরসনে নতুন রেল স্টেশনের সামনে বহুমুখী পার্কিং চালু ও পাহাড়তলী জোড় ডেবার অপব্যবহার রোধের পাশাপাশি এর আশপাশে অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে স্টেশনের ওই জায়গা ও জোড় ডেবা সিটি করপোরেশনকে বরাদ্দ দেওয়ার জন্য রেল মন্ত্রীকে অনুরোধ করেন চসিক প্রশাসক।

প্রশাসক রেল মন্ত্রীর উদ্দেশে বলেন, পাহাড়তলী জোড় ডেবার একটি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। একসময় এলাকার মানুষ সুপেয় পানির সংকট দূর করতে এ দীঘি খনন করে। বরাদ্দ দিলে এ জোড় ডেবাকে সিটি করপোরেশনের উদ্যোগে নান্দনিক সাজে সাজিয়ে বিনোদনকেন্দ্র রূপে গড়ে তোলা হবে।

রেল মন্ত্রী নুরুল ইসলাম সুবিধাজনক সময়ে চট্টগ্রাম সফরে এসে চসিক প্রশাসকের প্রস্তাবিত স্থানগুলো সরেজমিন পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।