উখিয়ার তুলাতলী রেজু খালে ব্রিজ নির্মাণ কাজ শুরু


কায়সার হামিদ মানিক,উখিয়া।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দুটি ওয়ার্ডের ১৫ মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে। ইউনিয়নের তুলাতলী রেজু খালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির তত্বাবধানে রোববার উক্ত ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা যায়,রাজাপালং ইউনিয়নের ৮ নং নাম্বার ওয়ার্ড হাতিমোরা,পূর্ব দরগাহ বিল ও ৭ নাম্বার ওয়ার্ড তুলাতুলী গ্রামবাসি ১৫ হাজার মানুষ দীর্ঘ দিন ধরে উক্ত খালে একটি ব্রিজের অভাবে চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে বলে জানা যায়। উক্ত দুই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বেশ কিছু লোকজনও উক্ত এলাকা দিয়ে যাতায়াত করে থাকে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে খালের উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য দাবী জানিয়ে আসলেও কোন কাজ হয়নি।

রোববার ঐ খালের ওপর তুলাতলী রেজু খাল এলাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ায় লোকজনের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে জানা যায়।

ব্রিজ নির্মাণ কাজের উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,উপর সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, ইউপি সদস্য আবদুর রহিম, ইকবাল বাহার, ঠিকাদারসহ স্থানীয় লোকজন।