অবৈধ স্থাপনা উচ্ছেদ কোটি টাকা মুল্যের জমি উদ্ধার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের অমির হাটের পুর্ব পাশে হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি অবৈধভাবে দখল করে পাকা সীমানা প্রাচির নির্মান করে বসতবাড়ী নির্মান করেন ফরিদ মিয়া, রফিক মিয়া, ভাগ্যধন ভট্টচার্য্য। গত দু মাস পুর্বে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমির সীমানা চিহ্নিত করেন । হলদিয়া ইইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি ছেড়ে দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । দুই মাসের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি অবৈধ দখলকারীরা । গতকাল ৮ নভেম্বর রবিবার দপুর ২টার সময়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে রাউজান থানা পুলিশের সহায়তায় হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে কোটি টাকা মুল্যের জমি উদ্বার করা হয় । উচ্ছেদ অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরেেশদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মেম্বার শামশুল আলম, জসিম উদ্দিন। অবৈধ স্থাপনায় বসত বাড়ী গড়ে তোলা ফরিদ মিয়ার স্ত্রী রেকেয়া বেগম বলেন, ৪০ শতক জমি হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কাদের মিয়া থেকে আমার স্বামী ফরিদ মিয়া ও দেবর রফিক মিয়া ক্রয় করে বসতবাড়ী নির্মান করেন । ঐ জমির মালিক হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র তা আমরা জানিনা । হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি ও সাবেক চেয়ারম্যান মরহুম কাদের মিয়া দেয় বলে জানান হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যান কেন্দ্রের জমি অবৈধভাবে দখল করে সীমানা প্রাচির নির্মান করে ঘরবাড়ী নির্মান করে। ঐ জমি পরিমাপ করে দুই মাস পুর্বে হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নিদের্শ দেওয়া হলে ও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে কোটি টাকা মুল্যের হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমি উদ্বার করি।