পানি উন্নয়ন বোর্ডের জমিতে দুইশতাধিক অবৈধ স্থপনা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ ভাবে দখল করে পাকা ঘর নির্মানের প্রচেষ্টা, পানি উন্নয়ন বোর্ডের দশ একর জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে, দুইশতাধিক পরিবারের বসতঘর, অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্টান। আরো কয়েক ব্যক্তি অবৈধভাবে দখল করে নির্মান করছেন পাকা ঘর, ব্যবসা প্রতিষ্টান । রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের মোবারক খীল জামতল ও বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হালদা নদীর সাথে সংযুক্ত সোনাইর খাল । গত এরশাদ সরকারের শাসন আমলে হালদা নদীর সাথে সংযুক্ত সোনাইর খালের মুখে পানি উন্নয়ন বোর্ড সুইচ গেইট নির্মান করেন । সুইচ গেইটের পাশে পানি উন্নয়ন বোর্ডের সেমি পাকাঘর নির্মান করেন । পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা সেমি পাকা ঘরে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী থেকে সুইচ গেইট দেখাশুনা করতো । রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের মোবারক খীল জামতল ও বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হালদা নদীর সাথে সংযুক্ত সোনাইর খালের মুখে নির্মিত সুইচ গেইটের পাশে দশ একর জমি জলাশয় রয়েছে পানি উন্নয়ন বোর্ডের । সুইচ গেইট দেখাশুনার কাজে নিযোজিত কর্মচারী ও পানি উন্নয়ন বোর্ডের নজরদারী চলে যাওয়ার পর দশ একর সমপরিমান জমি অবৈধভাবে দখল করে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের মোবারক খীল জামতল অংশে ও বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী অংশে দুই শতাধিক পরিবার বসতবাড়ী গড়ে তোলেছে। নির্মান করা হয়েছে অর্ধ শতাধিক দোকান। রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী অংশে ১ একর ১৮ শতক পানি উন্নয়ন বোর্ডের বিশাল জলাশয় ও জলাশয়ের পাশে জমি মাছ চাষ করার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে ইজরা নেয় বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া সহ মৎস প্রকল্পের অনান্য শরীকেরা । পানি উন্নয়ন বোর্ডের ইজরা নেওয়া জমি অবৈধ ভাবে দখল করে পাশ্চিম বিনাজুরী এলাকার বাসি›দ্বা উদয়ন বড়–য়া প্রকাশ মধু পাকা ঘর নির্মান কাজ শুরু করে। বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে অভিযোগ করেন । বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়ার অভিযোগের পরিপেক্ষিতে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান সহ ভুমি অফিসের সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ডের জমিতে পাকা ঘর নির্মান না করার জন্য নির্দেশ প্রধান করেন উদয়ন বড়–য়া মধুকে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নির্দেশকে অমান্য করে উদয়ন বড়–য়া মধু পানি উন্নয়ন বোর্ডের জমিতে পাকা ঘর নির্মানের জন্য মাটি গর্ত করে । মাটের গর্তে লোহার রড দিয়ে পিলার ঢালাই কাজ করার সময়ে গতকাল ৮ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান সহ ভুমি অফিসের কর্মচারী লিটন উপস্থিত হয়ে পানি উন্নয়ন বোর্ডের জমিতে নির্মান কাজ ব›দ্ব করার জন্য উদয়ন বড়–য়াকে নিষেধ করেন । উদয়ান বড়–য়া তাদের নিষেধ অমান্য করে নির্মান কাজ করতে থাকে । ঘটনাস্থলে বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকমার বড়–য়া ও গ্রাম পুলিশ জিবক বড়–য়া উপস্থিত হলে উদয়ন বড়–য়া চেয়ারম্যানের সাথে বাক বিতান্ডা করে। গ্রাম পুলিশ জিবক বড়–য়াকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে । দু পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান সহ ভুমি অফিসের কর্মচারী লিটনকে ফোন করে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে পাকা ঘর নির্মানের ঢালাই ও পিলারের রড তুলে ফেলে গর্ত ভরাট করার নির্দেশ দিলে উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান সহ ভুমি অফিসের কর্মচারী লিটন গ্রাম পুলিশ পিলারের রড তুলে ফেলে গর্তগুলো ভরাট করে দেয় । বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া বলেন, পানি উন্নয়ন বোর্ডের ইজারা দেওয়া জমি অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মান করার প্রচেষ্টা চালায় উদযন বড়–য়া। এ ব্যাপারে আমি উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে অভিযোগ করার পর পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান কাজ ব›দ্ব করে দেয় উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান সহ ভুমি অফিসের কর্মচারী লিটন সহ গ্রাম পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের জামি দখল করে পাকা ঘর নির্মানের প্রচেষ্টাকারী উদযন বড়–য়া মধূ বলেন, পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমান জমি দখল করে বসতবাড়ী, ব্যবসা প্রতিষ্টান গড়ে তোলেছে অন্যরা । আমি ও তাদের মতো পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকাঘর নির্মান করার উদ্যোগ নিয়েছি । আমাকে পাকা ঘর নির্মান কাজে বাধা দিয়েছে । পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বসতবাড়ী, দোকান নির্মান করেছে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ দখল থেকে মুক্ত করার দাবী করছি । উপজেলা সদর ভুমি অফিসের কর্মকর্তা সৈয়দ শওকত ওসামান জানান পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ইজারা দেওয়া জমি দখল করে পাকা ঘর নির্মান করার অভিযোগ করেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া । অভিযোগের পরিপেক্ষিতে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা নির্মান কাজ ব›দ্ব করে দিয়েছি ।