চসিকের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান

স্বাস্থ্যসেবা প্রচারণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশানস। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তরে আজ দুপুরে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন। এতে একটি প্যাকেজের ফ্রি মোবাইল কল ও চ্যাটের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শসহ চিকিৎসাসেবা পাবেন জনসাধারণ। পরামর্শের পাশাপাশি চিকিৎসা প্রত্যাশী ব্যক্তি ও পরিবারের জন্য প্যাকেজের আওতায় মাসিক আড়াই লক্ষ ও করোনা আইসোলেশানে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশ বেনিফিট পাওয়া যাবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দায়িত্ব) হুমায়ন কবির, ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান চট্টগ্রামের বিজনেস লিডার্স সুলতানা শহীদ, টেরিটোরি ম্যানেজার রাজীব দাস, কর্পোরেট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান স্বাস্থ্য সেবায় কর্পোরেশনের সাথে কাজ করতে আগ্রহী হওয়ায় তাদের ধন্যবাদ জানান। এসময় প্রশাসক ডিজিটাল হেলথ্ কেয়ারের কর্মকর্তাদের তাদের কার্যক্রমের সাথে কর্পোরেশনকে সহযোগী করতে চাইলে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করতে বলেন।