আল্লাহ ও রাসুল (দ.)’র পদাঙ্ক অনুসরণ করলে দেশে অরাজকতা ও হানাহানি থাকবে না

আল্লাহ ও রাসুল (দ.) আউলিয়ায়ে কেরামগনের পদাঙ্ক অনুসরণ করে চললে দেশে অরাজকতা ও হানাহানি থাকবে না। বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিকারে হিংসা, বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কোন প্রকার হত্যা, অরাজকতা কোনটাই ইসলাম সমর্থন করে না। শুধু টাকা উপার্জন নয় মানবিক গুণ ও মনুষত্ববোধে মুসলমানদেরকে উজ্জীবিত হয়ে রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামের মুহাব্বত অন্তরে জাগ্রত করে সৃষ্টির সেরা মানুষের সেবাই নিজেকে নিবেদিত রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজার একক ব্যবস্থাপনায় ০৩ নভেম্বর বিকালে ফটিকছড়ি কাজী মুহাম্মদ ত্বকীর বাড়ীর বখতিয়ার ভূঁইয়ার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) এবং মা-বাবার ইছালে সাওয়াবের উদ্যোশ্যে আজিমুশ্শান নূরানী মাহফিল বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ¦ আল্লামা মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী। উদ্বোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ¦ মুহাম্মদ ইসমাঈল। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নুরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও আন্জুমানে রজভীয়া নূরীয়া কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা। মাওলানা আব্দুস শাকুর আনছারীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুখতার আহমদ রেজভী, সাংবাদিক মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, নাঁত খাঁ মুহাম্মদ আহসান হাবীব। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের রজভী, আল্লামা আবু বকর ছিদ্দিকী, আল্লামা নুরুল আলম মুনীরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মুনীরী, মাওলানা মুহাম্মদ আবু তৈয়্যব মুহাম্মদ মুজিবুল হক, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মোস্তফা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কালাম আহমদী, মাওলানা মুহাম্মদ সিরাজুল গনি, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ মিনহাজ নূরী, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী প্রমুখ। শেষে বিশে^র সকল মুসলমানের মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।