কদলপুরে আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরীর মসজিদ নির্মান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার কদলপুর হজরত আশরফ শাহ মাজারের উত্তরে আশরফ নগর কমলার টিলায় রাউজানের বিভিন্ন এলাকা থেকে এসে ৬০টি ভুমিহীন পরিবার বসবাস করে আসছে । আশরফ নগর কমলার টিলায় বসবাসকারী ভুমিহীন পরিবারের সদস্যরা প্রতিদিন নামাজ পড়তে ও জুমার নামাজ পড়ার জন্য হজরত আশরফ শ্হা জামে মসজিদ ও মোল্লা পাড়া জমে মসজিদে যেতে হয় । কমলার টিলা থেকে পায়ে হেটে বাড়ীর অদুরে মসজিদে যেতে কষ্টদায়ক হয়ে পড়ে এলাক্রা বাসি›দ্বাদের। বর্ষার মৌসুমে বৃষ্টি হলে এলাকার বাসি›দ্বারা মসজিদে যেতে না পেরে ঘরে বসে নামাজ আদায় করে। এলাকার দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যরা রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যবসায়ী ইরফান আহম্মদ চৌধুরীকে ৬০টি ভুমিহীন পরিবারের সদস্যদের নামাজ আদায় করার জন্য একটি মসজিদ নির্মান করার জন্য বললে, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী আশরফ নগর কমলার টিলার বসবাসকারী পরিবারের সদস্যদের নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মানের উদ্যোগ নেয় । এলাকার বাসি›দ্বা আবদুল জলিল মসজিদ নির্মান করার জন্য তার ৩শতক জমি দান করেন । আবদুল জলিলের দান করা জমির সাথে আরো ২শতক জমি আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী মসজিদের জন্য ক্রয় করে নেয় । ৫শতক জমিতে আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী তার নিজের টাকা দিয়ে ৫তলা মসজিদ ভবনের নির্মান কাজ শুরু করেন । ২ হাজার ২শত বর্গফুট আয়তনের হজরত ইমাম হোসাইন(রাঃ) জামে মসজিদের ১তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয় । এলাকার বাসি›দ্বা দিদারুল আলম বলেন, দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যদের নামাজ আদায় করার জন্য আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী পাকা মসজিদ নির্মান করে দেওয়ায় এলাকার বাসি›দ্বারা আনন্দে আতর্œহারা হয়ে উঠেছে । রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী বলেন, কমলার টিলায় বসবাসকারী দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যদের জন্য আমার নিজের অর্থায়নে পাকা মসজিদটি নির্মান করছি । আগামী রমজান মাসের পুর্বে মসজিদের নির্মান কাজ শেষ করা হবে । এলাকার দরিদ্র ভুমিহীন পরিবারের বাসি›দ্বাদের জন্য মসজিদের পাশে কবরস্থান করে দেওয়ার প্রচেষ্টা করছি । আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মদ চৌধুরী আরো বলেন, আমার পৈতৃক বাড়ী গহিরা হলে ও আমি ছোটকাল থেকে আমার নানার বাড়ী রাউজানের কদলপুরে কাটিয়েছি । এখনো কদলপুরে আমি সব সময়ে সব কাজে সময় দিয়ে থাকি । নানার বাড়ী কদলপুরে দরিদ্র ভুমিহীন পরিবারের জন্য মসজিদটি নির্মান করছি ।