সাগরিকা রোডের অবৈধ কাচাঁবাজার উচ্ছেদ

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে বুধবার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে পাহাড়তলী থানার সাগরিকা রোডের উভয় পাশের ফুটপাত ও নালা অবৈধভাবে দখল করে লোহার দোকানের মালামাল স্তূপ করে রাখে এবং অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থাপনাসহ সাগরিকা রোডের অবৈধ কাচাঁবাজার উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও নালার জায়গা অবৈধ দখল করে লোহার পাইপসহ বিভিন্ন পণ্য স্তূপ করার দায়ে ৮টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে বাকলিয়া থানাধীন বির্জা খালের ওপর অবৈধভাবে নির্মিত ব্রিজের অবশিষ্টাংশ অপসারণ করা হয়।