জয় পেতে যাচ্ছেন বলে দাবি করছেন ট্রাম্প ও বাইডেন দুজনেই

অনেকেই পোস্টাল ব্যালট বা ডাক যোগে আসা ভোটের ব্যাপারে শুনেছেন-সন্দেহ নেই।

পোস্টাল ব্যালট নতুন কিছু নয়। ২০১৬ সালে এরকম ভোটের সংখ্যা ছিল এক-তৃতীয়াংশ। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই বছর সেটা অনেক বেশি হয়েছে।

অনেক রাজ্যে ডাকে আসা ভোট আসা মাত্রই গণনা করা হয়। আবার কিছু কিছু রাজ্যে এরকম ভোট গণনার জন্য নির্বাচনের আগের কয়েকদিন নির্ধারিত করে রাখা হয়।

অন্য রাজ্যগুলোয় নির্বাচনের দিনের আগ পর্যন্ত ডাকে আসা ভোট বা পোস্টাল ব্যালট গণনা শুরু হয় না।

সবসময়ের মতো কয়েকটি সুইং স্টেটের ভোট গণনার দিকে সবাই কড়া নজরে তাকিয়ে রয়েছে। বিশেষ করে পেনসিলভানিয়া আর উইসকনসিনের দখল নিতে চান উভয় প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এসব রাজ্যে নির্বাচনের দিন থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, যা কয়েকদিন পর্যন্ত চলতে পারে।

এর মধ্যেই মিশিগানের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, তাদের সব ভোট গণনা শেষ হতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে।

ব্লুমবার্গ নিউজ এর মধ্যেই খবর প্রকাশ করেছে যে, চূড়ান্ত ফলাফল বুধবার বিকালের (যুক্তরাষ্ট্রের সময়) আগে জানা যাবে না।

সুতরাং নির্বাচনের পুরো ফলাফল জানতে আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হতে পারে।