ঘাতকরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কালোরাত্রিতে জেলহত্যাকাণ্ডে চারজন জাতীয় নেতাকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তির দোসর ঘাতকরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। ৭৫ পরবর্তী দীর্ঘ একুশটি বছর সেই অপচেষ্টা অব্যাহত ছিল

কিন্তু ইতিহাসের অনিবার্য পরিণতি অনুযায়ী ঘাতকদের সেই পরিকল্পনা ব্যর্থই শুধু নয়, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের পরাজিত শক্তির সকল দম্ভ ও ষড়যন্ত্র চূর্ণ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাঙালি জাতীয় সত্তাকে নিরাপদ ও সুরক্ষিত করেছেন। তাই শেখ হাসিনাই বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রধান শক্তি।

মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য রহমতুন্নেছা, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আয়েশা ছিদ্দিকা, পারভীন আক্তার, সোনিয়া ইদ্রিস, আয়েশা আক্তার পান্না, জেনিফার, শিরীন আক্তার, কামরুন নাহার বেবি, রুমানা আক্তার রুমা, শাহীন ফেরদৌসী, চেমন আরা, কান্তা ইসলাম মিনু, জোহরা বেগম, হোসনে আরা সোমা, শাহীন আক্তার রোজী, নন্দিতা দাশ গুপ্তা, জাহেদা বেগম, মনোয়ার বেগম মনি, সুলতানা, শাবানা, তপতী সেন, সানিয়া কবির, জাহেদা বেগম।