কাপ্তাই প্রতিনিধি কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে। আটককৃত মহিলা হলেন জান্নাতুল ফেরদৌস (৩৫), স্বামী- মৃত জাকির হোসেন, গ্রাম-গর্জনতলী, উপজেলা-রাঙামাটি সদর, রাঙামাটি। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা উপজেলা সদর বড়ইছড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করে। ওসি নাসির উদ্দীন জানান আটককৃত মহিলা দেশীয় তৈরী চোলাই মদ নিয়ে পাচারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে থানা সুত্রে জানা গেছে।