গণধোলাইয়ের পর পাঁচ গরু চোরকে পুলিশে দিল জনতা

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় আটকে গণধোলাইয়ের পর দুই কিশোরসহ ৫ গরু চোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

আটকৃতরা হল- উপজেলার চুনতি বনপুকুর এলাকার কালো সিকদার পাড়ার মৃত আশরাফ মিয়ার পুত্র মোহাম্মদ আজাদ (১৬), চুনতি সোলতান মাওলানা পাড়ার আলমগীরের পুত্র মোহাম্মদ সাকিবুল ইসলাম (১৬), চুনতির আবুল হাশেম প্রকাশ গুইট্টা হাশেমের পুত্র শওকত বাবু (১৮), চুনতি শুক্কুর মেস্ত্রীর পুত্র মোহাম্মদ শাহজাহান (১৮) ও চুনতি রহমানিয়া পাড়ার গুরা মিয়ার পুত্র মোহাম্মদ রফিক প্রকাশ সোনা রফিক।

জানা যায়, রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চুনতি কালু সিকদার পাড়ার আশ-পাশে তাদের দেখতে পান এলাকাবাসী। গতিবিধিতে সন্দেহজনক মনে হলে তাদেরকে ধরে গণধোলাইয়ের এক পর্যায়ে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে লোহাগাড়ার আশ-পাশের বিভিন্ন এলাকায় গবাদি পশু চুরি করে আসছে এবং একই এলাকায় পূর্বেও তারা একাধিকবার গরু চুরি করেছে। পরে খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজওয়ানুল ইসলাম ও এএসআই ইউনুস তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের গতকাল সোমবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।আমরা বাকিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।