বঙ্গবন্ধুর হাতে গড়া তাঁতী লীগকে আবারো ঘুরে দাঁড়াতে হবে

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যাগে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা ০১ নভেম্বর রবিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ তাঁতী লীগ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পাকিস্তানী শোষন বিরোধী আন্দোলন ও মহান মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান নেতা জাতির জনকের রাজনীতি বাংলার কৃষক, শ্রমিক, তাঁতী, কুমার, কামার তথা সর্বস্তরের আপামর জনতার জন্য। তাই তিনি সকল শ্রমজীবি ও কর্মজীবিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। পূর্ব বাংলার অর্থনীতিতে তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। কিন্তু তাঁত শিল্পীদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান দিতে পশ্চিমাদের ছিল অনীহা। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু তাঁতী লীগ গঠন করেন এবং আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম অঙ্গ সহযোগি সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করেন। বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম ছিল বিশ্বজোড়া। পরিবেশ বান্ধব তাঁত শিল্পের পুনঃবিন্যাসে আমাদের মনোনিবেশ করতে হবে। মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রত্মাকর দাশ টুনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর। আরো বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, তাঁতী লীগ দক্ষিণ জেলা আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব পরিমল দেব, এড. মহিবুল্লাহ চৌধুরী, মহানগর তাঁতীলীগের সহ-সভাপতি সহিদ উদ্দিন, এস.এম আহসানুল কবির চৌধুরী টিটু, আতিকুল রহমান তুহিন, রায়হান চৌধুরী, রূপক সেন, হাসান রনি। নুরুল ইসলাম, শাহ রিয়াদ, হিল্লোল সেন উজ্জ্বল, মো. সরোয়াদ্দী, শহিদুল ইসলাম জীবন, সরোয়ার সরকার, সাইদুল ইসলাম মারুফ, মো. উল্লাহ জুয়েল, আমিরুল ইসলাম শাহনুর, মশিউর রহমান, আসাদুজ্জামান বাবু, প্রকৌশলী অমিত ধর, দীপ্ত সিংহ, সালাউদ্দিন, এ. তরিকুল ইসলাম চিশতিসহ থানা কমিটির নেতৃবৃন্দ।