চট্টগ্রামের কর্ণফুলী থানা-পুলিশ একটি লাশ উদ্ধার করেছে।
উদ্ধার হওয়ার লাশের ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৪১) । উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বিএফডিসির পার্শ্ববর্তী এলাকা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আলমগীর কুমিল্লার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরের লালখান বাজার এলাকায় থাকতেন।
থানা সূত্র জানায়, বিএফডিসি এলাকায় একটি লাশ দেখে সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ আলমগীরের লাশ উদ্ধার করে। তিনি আগে গাড়ি চালালেও বর্তমানে ইপিজেডের একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন। গতকাল সোমবার বিকেল থেকে তাঁকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না বলে জানিয়েছেন।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান ইমাম বলেন, আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।